নারগেসী কোফতা


nargesi kofta

নারগেসী কোফতা

 

ডিম ৬টি তেল ১কাপ
কিমা /২  কেজি জিরা, বাটা ২চা চা
মরিচ, বাটা ১টে.চা ধনে, বাটা ২চা চা
গোলমরিচ, বাটা /২  চা চা হলুদ, বাটা /২  চা চা
গরম মসলা, বাটা /২  চা চা লবণ ২চা চা
দই /৪  কাপ তেজপাতা ১টি
পাউরুটি, স্লাইস ২টি পেঁয়াজ, বেরেস্তা /২  চা চা

১। পাঁচটা ডিম কড়া সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখ।

২। মাংস মিহি কিমা কর। ১চা চামচ মরিচ, /৪  চা চামচ গোলমরিচ, বাটা গরম মসলা, ১চা চামচ লবণ ও ২টে.চামচ দই দিয়ে কিমা মাখাও। পাউরুটি পানিতে ভিজিয়ে খুব ভাল করে পানি নিংড়ে নাও। কিমার সংগে বাকি একটা ডিম ও পাউরুটি মিশাও।

৩। কিমা পাঁচ ভাগ কর। কিমার ভিতরে সিদ্ধ ডিম ভরে সুন্দর করে ডিমের আকারে কোফতা কর। ডুবো তেলে নারগেসী কোফতা ভেজে নাও।

৪। ভাজা তেলে বাকি মসলা দিয়ে কষাও। ভাজা কোফতা, বেরেস্তা ও দই দাও। মৃদু আঁচ রান্না কর। তেলের উপরে উঠলে নামাও। কোফতা লম্বায় দুটুকরা করে পরিবেশন কর।